নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চীনে সবচেয়ে বেশি তেল রপ্তানি করছে রাশিয়া।

সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে বিবিসি জানায়, গত বছরের তুলনায় চলতি বছরের মে মাস পর্যন্ত চীনে রাশিয়ার তেলের আমদানি ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর ফলে সৌদি আরবকে টপকে চীনে সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ হয়েছে রাশিয়া। এর আগে সৌদি আরব সবচেয়ে বেশি তেল চীনে রপ্তানি করত।

চীনের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত পরিশোধন প্রতিষ্ঠান সিনোপেক এবং রাষ্ট্র-পরিচালিত ঝেংহুয়া অয়েলসহ বিভিন্ন কোম্পানি সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয়ের পরিমাণ বাড়িয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, গত মাসে ইস্ট সাইবেরিয়া পেসিফিক ওশান পাইপলাইন এবং সমুদ্রপথে পরিবহনের মাধ্যমে রাশিয়া থেকে চীন মোট প্রায় ৮০ লাখ ৪২ হাজার মেট্রিক টন তেল আমদানি করেছে। একই মাসে চীনে সৌদি আরবের তেল রপ্তানির পরিমাণ ছিল ৭০ লাখ ৮২ হাজার মেট্রিক টন।

রাশিয়ার রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস জ্বালানি রপ্তানি। তবে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের দেশের নাগরিকদেরও ভুগতে হচ্ছে।

the commercial hubচীনতেলরপ্তানিরাশিয়া
Comments (0)
Add Comment