Commercial News Portal

নিম্নমুখী মালয়েশিয়ান পাম অয়েলের বাজার

0

দুর্বল চাহিদার প্রভাবে ফিউচারস মার্কেটে নিম্নমুখী হয়ে উঠেছে মালয়েশিয়ান পাম অয়েলের বাজার। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমে যাওয়াও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার।

সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বা ৬৭ রিঙ্গিত কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৮৩১ রিঙ্গিত বা ৮৬৬ ডলার ৩৫ সেন্টে। অন্যদিকে পণ্যটির সাপ্তাহিক দাম কমেছে ২ দশমিক ২ শতাংশ।

মুম্বাইভিত্তিক ভোজ্যতেল ব্রোকার সানভিন গ্রুপের গবেষণা প্রধান অনিল কুমার বাগানি বলেন, চীনের ক্রেতাদের কাছে মালয়েশিয়ান পাম অয়েলের চাহিদা কমে গিয়েছে। কারণ দেশটিতে সম্প্রতি পণ্যটির মজুদ লক্ষণীয় মাত্রায় বেড়েছে।

এদিকে ডালিয়ান ফিউচারস এক্সচেঞ্জে সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ১ শতাংশ কমেছে। সেখানে পাম অয়েলের চুক্তি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। তবে শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক। ভয়াবহ বন্যার কারণে দেশটিতে চলতি মৌসুমে পাম অয়েল উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহকেও ব্যাহত করবে।

 

Leave A Reply

Your email address will not be published.